The rules of making kalavuna. ইদের দিন অধিকাংশ বাড়িতে গরু বা খাসি হোক যে কোন মাংস থাকে।ইদে রান্নাবান্না নিয়ে অনেকে অনেকে কিছু চিন্তা-ভাবনা করে থাকেন।কি রান্না হবে তা ভেবে পাওয়া যায় না। এবার কুরবানী ইদে আমরা নতুন অতুলনীয় স্বাদের গরুর মাংসের কালাভুনা রেসিপি নিয়ে আলোচনা করব।
প্রয়োজনীয়
উপকরণ-১
2.
পেঁপেবাটা
১ টেবিল চামচ
3.
আদাবাটা ১ টেবিল
চামচ
4.
রসুনবাটা ১ টেবিল চামচ
5.
পেঁয়াজবাটা ১ টেবিল চামচ
6.
গরমমসলার গুঁড়া ১ চা-চামচ
7.
পোস্তদানাবাটা
১ টেবিল চামচ
8.
জিরাগুঁড়া ১ চা-চামচ
9.
ধনিয়াগুঁড়া
১ চা-চামচ
10. মরিচগুঁড়া
১ টেবিল চামচ
11. হলুদগুঁড়া
১ টেবিল চামচ
12. মেথিগুঁড়া
আধা চা-চামচ
13. সয়াবিন
তেল আধা কাপ
14. সরিষার
তেল ২ টেবিল চামচ
প্রয়োজনীয়
উপকরণ-২
1.
সয়াবিন
তেল আধা কাপ
2.
বড়
পেঁয়াজকুচি ২টি
3.
তেজপাতা ২টি
4.
এলাচি ২টি
যেভাবে
তৈরী করবেনঃ
উপকরণ-১-এর সবকিছু মাংসের
সঙ্গে মিশিয়ে চুলায় দিন।
গরুর মাংস
সেদ্ধ হয়ে পানি বের
হলে শুকিয়ে নিন। অল্প
আঁচে ধীরে ধীরে মাংস সেদ্ধ হবে। ২
ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
এবার উপকরণ-২ থেকে কড়াইয়ে সয়াবিন
তেলে পেঁয়াজ বেরেস্তা করে
এলাচি ও তেজপাতা দিয়ে
মাংস
বাগার দিতে হবে। আস্তে
আস্তে মাংস কালো ও
নরম হবে। মাঝেমধ্যে মাংস নেড়ে দিতে হবে
যেন কড়াইয়ে না লেগে
যায়।
বিঃদ্রঃ পোষ্টটি ভাল লাগলে
সবাইকে SHARE করুন।
No comments:
Post a Comment