কিভাবে Revenuehits – এর এড কোড আপনার ওয়েব সাইটে বসাবেন?
Revenuehits আপনার যেকোনো
সাইটে এড
নিয়ে আয়
করতে পারেন
কিন্তু শর্ত
হল আপনে
যদি revenuehits দিয়ে এডসেন্সে
মত আয়
করতে চান
তাও পারবেন
সে ক্ষেত্রে
আপনার সাইট
যদি ডাউনলোড সাইট , মুভী
সাইট বা
এই ধরনের
সাইট থাকে
আর যদি
সাইটে ভিসিটর
থাকে আর
দেরি না
করে এখন
একাউন্ট করে
নেন । কিভাবে Revenuehits – এর এড কোড আপনার ওয়েব সাইটে বসাবেন, তা নিয়ে ভাবনার শেষ নেয়? এবার হবে শেষ।
যারা নতুন revenuehits -এর এড কোড
নিজের সাইডে দিতে পারছেন
না। চলুন শুরু করা
যাক -
প্রথমে আপনি সাইন আপের
কাজ করে নিয়ে , RevenueHits- এর ড্যাসবোর্ডে
যান তারপর উপরের মেনুতে
PLACEMENTS-এ ক্লিক করুন ।
PLACEMENTS-এ ক্লিক করার পড়ে
নিচে ডান দিকে New Placement এ
ক্লিক করুন । এবার Desktop
Placement সিলেক্ট করুন ।
এবার একটি উইন্ডোজ আসবে
সেখান থেকে আপনার পছন্দ
মতো এড সিলেক্ট করে
ডাবল ক্লিক করুন। ধরুন
আমি footer সিলেক্ট করলাম ।
এখন Placement name আমার পছন্দ মতো নাম
দিলাম ধরুন এডটি আমি
হেডে বসাবো তাই নাম
দিলাম Footer-2 এবার আমার পছন্দ
মতো এড সাইজ সিলেক্ট
করবো তারপর New Site বাটন ক্লিক করব ।
এবার একটি উইন্ডোজ আসবে
সেখানে আপনার ওয়েব সাইট
টির নাম দিন , URL বা
লিঙ্ক টি দিন , Category সিলেক্ট
করুন , Description যদি দিতে চান
তবে দিবেন। এবার Save বাটন
- এ ক্লিক করুন ।
আবার এড সাইজটি সিলেক্ট
করে সেভ করুন ।
এবার একটি উইন্ডোজ আসবে ,
লাল চিহ্নিত জায়গায় ক্লিক করুন
কোডের জন্য ।
কোডটুকু কপি করুন ।
এবার add a gadget click করুন।
HTML/Javasript ad করুন।
কোডটুকু Paste করুন।
Than save করুন । আরও বিস্তারিত পেতে নিচের Download ক্লিক করে দেখুন।
No comments:
Post a Comment