Translate

Search

SK Make Money

Monday, September 25, 2017

বদহজম ও কোষ্ঠকাঠিন্যে পেঁপেই যথেষ্ট?



পেট ব্যাথা বদহজমের একটি সাধারণ উপসর্গ। বদহজম একটি বিরক্তিকর সমস্যা, যা মাঝেমধ্যে প্রকট হয়ে ওঠে। পরিপাকতন্ত্রে বড় কোনো সমস্যা নেই, তবু সহজে কিছু হজম হয় না—এমন অভিযোগ অনেকে করেন।কিছু খেলেই তাঁদের পেট কামড়ায়, মল ত্যাগ করলে সেই অস্বস্তি কমে। কেউ খুব কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, কারও আবার পাতলা পায়খানা হয় বেশি। এ ধরনের সমস্যার নাম ইরিটেবল বাউয়েল সিনড্রোম বা আইবিএস। এর সুনির্দিষ্ট চিকিৎসা নেই। তাই খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধরনে কিছু পরিবর্তন আনতে হবে।





বদহজম ও কোষ্ঠকাঠিন্যে পেঁপেই যথেষ্ট।প্রয়োজনীও পুষ্টিগুণে ভরা ফলগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাঁচা পেঁপে অন্যতম সহজপাচ্য, সুস্বাদু, পুষ্টিকর সারা বছর সব জায়গায় পাওয়া যায় বলে সবজি ফল হিসেবে পেঁপের গুরুত্ব সবচেয়ে বেশি তাই বেশির ভাগ মানুষের খাদ্য তালিকায় স্থান পায় এই ফল তবে পুষ্টিগুণ সমৃদ্ধ ফলটি রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকারী

পেঁপের বিজে আছে অ্যান্টি- অ্যামোবিক অ্যান্টি-প্যারাসিটিক বৈশিষ্ট্য যা অন্ত্রের চলাচলকে নিয়ন্ত্রণ করে এমনকী, এটি বদহজম, কোষ্ঠকাঠিন্য, হৃদযন্ত্রের সমস্যা, অন্ত্রের সমস্যা, পেটের আলসার গ্যাস্ট্রিক সমস্যা থেকেও রক্ষা করে

অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে কিন্তু ক্যালরির পরিমাণ অনেক কম থাকায় যারা মেদ সমস্যায় ভুগছেন তারা অনায়াসে খেতে পারেন ফল এছাড়াও এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা শরীরের জন্য অনেক বেশি দরকারী
 
পেঁপেতে বিদ্যমান পুষ্টিগুণ ব্রণ ত্বকের যে কোন ধরনের সংক্রামক থেকে রক্ষা করে এমনকী, এটি ত্বকের ছিদ্র মুখগুলো খুলে দেয় তবে বেশির ভাগ ক্ষেত্রেই এটি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা হয় কাঁচা পেঁপে ত্বকের মরা কোষগুলোকে পুনজ্জ্বীবিত করে তুলতে সাহায্য করে

পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারী কারণ এটি নারীদের যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে পেঁপের পাতা, তেঁতুল নুন একসঙ্গে মিশিয়ে জল দিয়ে খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যায়


হৃদরোগীদের সবসময় পেঁপে খেতে বলা হয় কারন, এটি ব্লাড প্রেসার ঠিক রাখার পাশাপাশি রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে এমনকী, শরীরের ভেতরের ক্ষতিকর সোডিয়ামের পরিমাণকেও কমিয়ে দেয় ফলে হৃদরোগের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়
পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এগুলো ১০০ গ্রামে মাত্র ৩৯ ক্যালোরি দেয় এছাড়া এতে বিদ্যমান অ্যান্টি- অক্সিডেন্ট অতিরিক্ত ক্যালরি চর্বির পরিমাণ কমিয়ে দেয় এক কথায়, পেপের পুষ্টিগুণ বলে শেষ করার মতো নয় তাই বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে দৈনন্দিন জীবনে বেশি করে পেঁপে খেতে হবে
আপনি আগে কি কখোনো জানতেন কাঁচা পেঁপে খেলে এতো কিছু হয় !

No comments:

SK Make Money